KIRTAN - MA ACHEN AR AMI ACHHI | KAUSHIKI CHAKRABORTY
HTML-код
- Опубликовано: 28 мар 2025
- DUGGA DUGGA FESTIVAL 2023, KOLKATA
VOCAL - KAUSHIKI CHAKRABORTY
TABLA - OJAS ADHIYA
KHOL - JYOTIRMOY BANERJEE
SARANGI - MURAD ALI KHAN
FLUTE - S. AKASH
#kaushikichakraborty #liveconcert #bhajan #kolkata
একটা দারুন কন্ঠস্বর মন্দ্র -মধ্য -তার এ উঠানামা! কীর্তন তো এর চেয়ও উপরের বিষয়! যেখানে ভক্তিরসে টলমল ধরাতল! এই গানে কোথায় সেটা? শিল্পীর প্রতি শ্রদ্ধা।
শ্রী শ্রী মা সকলের মঙল করো তোমাকে শত শত প্রনাম জানাই 🙏
Ki j sundor hoyeche vasai bolte parbo na sudhu bolbo emon gan kokhono suni ni aha aha osadharon ❤❤❤
Her voice is really god gifted, and she's really a daughter of goddess Saraswati 🙏🙏🙏🙏
খুভ ভালো লাগলো মা তোমার
গান, আরো এগিয়ে যাও❤
শ্রদ্ধেয় পণ্ডিতজী ও আপনাকে আসানসোলে সামনে থেকে সোনার সোভাগ্য হয়েছে। যত সুনছি ততই যেন সাস্ত্রীয় সঙ্গীত কে নতুনভাবে জানতে পারছি। সঙ্গীত সাগরের মধু এভাবেই যেন আমার পায়। আর এই গানটি অনবদ্য । নমস্কার।
অপূর্ব, অনবদ্য।
জয় মা তারা জয় মা কালী তোমায় জানাই শত শত প্রনাম 🙏
In the tradition of Ram Prasadi sangeet on Maa Kali with touch of Bengali folk/Kirtan. Very soothing.
যতই শুনি অতৃপ্তি তত ই বাড়ে। মায়ের আশীষ সিক্তহৌন।
অসাধারণ l হৃদয় স্পর্শ করেছে l চলার পথ হোক শুভ আর মঙ্গলময় এই কামনা করি মায়ের শ্রীচরণে ...........🕉️🪴
Joy Ma Tara Joy Ma Kali 🙏
Excellent 👌 Joy Maa Durga 🙏
আমার মা ছাড়া আর কেউ নেই।জয় মা আমার অনেক প্রণাম নিও মা 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
এ যুগের জগতম্মাতার্মাতাজী, শ্রীশ্লী শ্রীমতি
কৌশিকী চক্রবর্তী মহাদেবী মা'য় নমোঃ নমঃ নমঃস্তস্যৈ নমোঃ নমঃ।
পন্ডিত অজয় চক্রবর্তীর জীর এই গানটি অনেক আগেই গেয়েছিলেন আর তার সুযোগ্যা কন্যার গলায় আজ এই গানটি শুনলাম এক সন্ন্যাসী মহারাজ জীর তার WA শেয়ার করার সুবাদে ! বেশ আনন্দ পেলাম+++
ঋষিত তানপুরায় , মা ছেলের এই musical bonding টা দারুন লাগে আমার ❤❤❤
Excellent, khub valo laglo ❤
Nightingale of Bengal. We are proud of her.
অসাধারণ পরিবেশনা! হৃদয় জুড়িয়ে গেল।
এক মায়ের মুখে আর এক মায়ের গান ❤
Pondit Ajay Chakraborty ji asadharon geyechen eti. Koushikir abeg kom kaglo
অপূর্ব ----- মনটা আনন্দে ভরে গেল ---- শ্রীশ্রীমা তোমার মঙ্গল করুন
সুরের প্রার্থনার নিবেদন!অসাধারণ। @
Khub sundor gaan Mam🙏
আহা অপূর্ব, 🙏🙏🙏🙏🙏
Maa Go Tumi Je
MAA SARASWATIR BARPUTRI.Sara Biswa Tomar Gane Mugdho.May GOD BLESS YOU.
Excellent Perfermence Koushiki.God Bless U ❤👍
देवीजी
सादर प्रणाम.
संगीत has no boundaries !
सुंदर !
🙏💐
শ্রীশ্রী শ্রীমতি কৌশিকী চক্রবর্তী যিনি এযুগের জগতম্মাতার্মাতাজী,তিনি গান
গাহেন শুধু তাই নয়, তিনি সত্যের গীতি
বর্ননা করেন,মহাদেবীমা জগতম্মাতার্মাতাজী,
নমোঃ নমঃ ।
এ যুগেরই নিশ্চিত জগতম্মাতার্মাতা শ্রীশ্রী শ্রীমতি কৌশিকী চক্রবর্তী মা জী,মহাদেবী
মা'য় নমোঃ নমঃ নমঃস্তস্যৈ নমঃস্বেবায়
চিরনমোঃহস্তুতে চিরভক্তিরতে নমঃশিবায়
Great moment 🇮🇳🇮🇳🇮🇳
শ্রীশ্রী জগতম্মাতার্মাতাজী মহাকালী
মহাদূর্গা মহাস্বরসতী শ্রীমতি কৌশিকী
চক্রবর্তী জননীজীরই পবিত্রশ্রীকণ্ঠে
মা-এর তরেই গাওয়া গান,শুনতে
কতই না মধুর মধুর লাগে;ব্যাখ্যার
অতীত; অতুলনীয় ;অপূর্ব;মহাদেবীমাগো
নমোঃ নমঃ নমঃস্তস্যৈ নমঃস্বেবায়
চিরনমোঃহস্তুতে চিরভক্তিরতে নমোঃ
নমঃ;নমঃ মহাদেবতা শিবায় নমঃ ।
Khub bhalo laglo Joy Ma Ma go🙏🙏🙏
মা আছেন আর আমি আছি,
ভাবনার কি আর আছে আমার?
আমি মায়ের হাতে খাই, পড়ি,
মা নেবেন আমার ভার।
আমি মায়ের হাতে খাই, পড়ি,
মা নেবেন আমার ভার।
মা আছেন আর আমি আছি,
ভাবনার কি আর আছে আমার?
ওরে, সংসার পাকে ঘোর বিপদ,
যখন দেখি অন্ধকার।
ওরে, সংসার পাকে ঘোর বিপদ,
যখন দেখি অন্ধকার।
সেই ঘোর আঁধার মা আমার,
বাণী শোনায় বারেবার।
সেই ঘোর আঁধার মা আমার,
বাণী শোনায় বারেবার।
মা আছেন আর আমি আছি,
ভাবনার কি আর আছে আমার?
আসে ছায়াজনে একাই সাথে,
পথ ভুলায় এ বারেবার।
আসে ছায়াজনে একাই সাথে,
পথ ভুলায় এ বারেবার।
সে বিপদ হতে ধরে হাতে,
মা যে করেছেন উদ্ধাৰ।
সে বিপদ হতে ধরে হাতে,
মা যে করেছেন উদ্ধাৰ।
মা আছেন আর আমি আছি,
ভাবনার কি আর আছে আমার?
মাকে ভুলে থাকি, তবুও দেখি,
ভোলে না মা একটিবার।
মাকে ভুলে থাকি, তবুও দেখি,
ভোলে না মা একটিবার।
এমন স্নেহের আধার মা যে আমার,
আমি মায়ের, মা আমার।
বড়ো স্নেহের আধার মা যে আমার,
আমি মায়ের, মা আমার।
মা আছেন আর আমি আছি,
ভাবনার কি আর আছে আমার?
আমি মায়ের হাতে খাই, পড়ি,
মা নেবেন আমার ভার।
মা আছেন আর আমি আছি,
ভাবনার কি আর আছে আমার?
মা আছেন আর আমি আছি,
ভাবনার কি আর আছে আমার?
Sweet & Beautiful. Loved this not very oftenly sung Shyama Sangeet by our beloved revered Kaushiki ji. Deepest reverence and gratitude once more 💐💐🙏🙏❤️
Beloveing To Nice Appreciate,Mata Bhajan Famous Singer's Proudly Ms, Koushiki Chakraborty, Blissfull,Tune Lyrics ❤❤❤❤❤
প্রণাম মা 🙏
Putul khub valo laglo khub valo❤❤
অসাধারণ।ভাব জেগে ওঠে এই গান শুনলে পরে।
মা-এর কীর্তন সমুদ্রে আমার আত্মা সদা স্নান করে, তবুও কেন আমার সাধ মেটেনা ! কেন এমন হয়, মা আমাকে
তা কোন দিন বলবেন কি ? মাগো মা,
মাগো মা, মাগো মা !
সত্যি তুমি অনেক সুন্দর মা,, 😭😭
What a fabulous flute .......so sweet ....and Madam u r sooo devoted....Tabla is mind blowing play...
Osadharan laglo! Mayer kripa barsito houk sabar upor! 🙏🙏🙏🙏🙏
Darun darun darun laglo 👍🏽❤️❤️❤️
Ajay Babur golaye ei gaan osadharon..!!
💝💝💝💝💕♥️🎶🎵🙏💙🙏🎵🎶♥️💕💝💝💝💝Maa Saraswati Kaushiki Mam♥️♥️♥️♥️♥️♥️
Excellent, so sweet voice and beautiful lyrics
Joy Maa Tara🙏
Kaushikiji really your singing and voice is more than divine. I don't know bengali, I am from Chennai. But I am very much interested in both Hindustani classical and Carnatic music. Your songs and voice touching my inner soul and my heart is full of spiritual joy. Gurumaa you are absolutely hmm what to say you are more than highest to me. Namashkar and my humble pranams and respects.
Khub sundor ❤❤
KHUP SUNDER LAGLO
Opurbo ❤🙏
আমার জনমদাত্রী আম্মাজান হজরত
শামছুন্নাহার (রঃ), শ্রীশ্রী শ্রীমতি
কৌশিকী চক্রবর্তী মাতাজীর জন্ম
হবার অনেক পূর্বেই ঘোষণা দিয়েছিলেন
এবং দেখিয়েছেন --মহাদেবী শ্রীশ্রী শ্রীমতি
কৌশিকী চক্রবর্তী মাতাজীই হবেন
কলিযুগের আধ্যাত্মিক উচ্চমার্গের
সর্বোচ্চ শিক্ষিতা "জগতমাতার্মাতা(সকল
জগত মাতাগণের মাতা)। মহাদেবী
মাতাজী নমোঃ নমঃ নমঃস্তস্যৈ নমঃস্বেবায় চিরনমোঃহস্তুতে
চিরভক্তিরতে নমোঃ, নমঃ শিবায়।
মন মুগ্ধ হয়ে শুনলাম।
ভীষণ ভালো লাগলো।❤
Sei ghor Andher e.....aei line gulo asadharon gaile maa go..apurbo apurbo.....
Aha ki apurbo mon bhore gaelo.Joy Maa
মন ভরে গেলো দিদিভাই।আসাধারণ।তোমাদের মতো প্রতিভা আছেন, ভাবনা কি আর আছে আমার??
Overwhelmed. Magical voice tone. Rhythmically balanced music. A celestial ambience
🥀💐🛕🌺🌹is created at singing stage/ platform.
মুগ্ধ হয়ে শুনলাম ❤❤❤🙏🙏🙏
খুব ভালো লাগল দিদি। এইরকম গান আরও চাই। নমস্কার।
Excellent Didi... Pronam nio amar.
খুব খুব সুন্দর । ভাব ও সুরে এমনি মুশকিল সহজ আমরা আরো চাই মা!
Apurba Sundar kantha , temni gayaki❤
আহ্ খুব ভালো লাগলো। সবরকম গানে পারদর্শী তোমাকে প্রাণভরা ভালোবাসা আর শুভেচ্ছা জানাচ্ছি।
আহা আহা অপূর্ব 😌😌😌🙏🙏🙏
কী যে ভালো লাগছে শুনতে! ঈশ্বর প্রদত্ত প্রতিভা।
জয় মা তারা 🙏
Divine!!!🎉
Khub sundor Darun 👌👌👌👌👌 Paribeshana 💗
Ekta Bhalerao abhav.
The flute player is also just too good 😍💗
Radhakrishna, very nice, Jay Siyaram
Jai Ma! Prannan MA 🙏🙏🙏🙏🙏
এ যুগের জগতম্মাতার্মাতাজী,মহাদেবী শ্রীশ্রী শ্রীমতি কৌশিকী চক্রবর্তী নমোঃ নমঃ
beautiful
Khub valo lglo Maam❤🙏🙏
অপূর্ব!মন ভরে গেল ম্যাম!🙏🙏🙏
অপূর্ব দরদী।
Pronam nio didi ❤🙏
Mon bhore galo shune....
Mon vore galo
Excellent❤❤❤❤❤
খুব সুন্দর লাগলো❤
খুব ভালো লাগলো।❤💗
ঘোর কলি যুগের জগতম্মাতার্মাতা শ্রীশ্রী শ্রীমতি কৌশিকী চক্রবর্তী মা'জী গো😢
তব পদে,তব জ্যোতিঃর্ময়ী আত্মায় নমোঃ
নমঃ নমঃস্তস্যৈ নমঃস্বেবায় চিরনমোঃ-
হস্তুতে চিরভক্তিরতে-----
rupe-gune theek theek kaushiki-durga ma-i bote. anek tapasya, koto jonmer.
অসাধারণ 🙏
Jyotirmoy babu is a multifaceted musician!! So PROUD to see him play such awesome mridanga here!! He plays many many musical instruments with focus on the harmonium, but what an artist at this tender young age!!!🙏🤗😇
The instrument he is playing is not mridanga...this is sri khol... mostly played with kirtan...
Amazing!
Good evening didivai. Apni aamar pronam naben.......🙏🙏🙏🙏🙏 lots of love dadavai........ ❤❤❤❤❤
Daruuun
ATO valo laglo bes koek bar sunlam tarei ans mitche na ❤❤
Opurbo ❤ 🙏🏻 Joy Maa 🌸🕉️
অসাধারণ অসাধারণ
নমস্কার
Beautiful song
দিদির গলায় গান,,,অসাধারণ
জয় মা সারদা দেবী।
অনেক আগের দিনের কথা ও সুর শুনলাম।
মনটা ভালো হয়ে গেল ❤
Apurbo ❤❤❤❤
Mam aap ka gana sunte hi mai bahot emotional ho jata hu aapke badish bahot bhav hota hai🙏